জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বগুড়ার ধুনটে মারপিট করায় গুরুত্বর আহত হয়ে হাসঁপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর পশ্চিমপাড়াঁ গ্রামের মোঃ ঠান্ডু মিয়া(৪৫),পিতা-মৃত বজলার রহমান ও তার ভাতিজা মোঃ তরিকুল ইসলাম(৩২) গত শুক্রবার ১৯-০৮-২০২২ইং তারিখে সকাল ১১টা ৩০মিনিটের দিকে নিজ উঠানে বসে ছিলেন । বিবাদীগণ ১.আরব আলী (২৭),পিতা গফ্ফার আলী ২.গফ্ফার আলী(৫০) পিতা মৃত বজলার রহমান ৩. মোঃ রাজু মন্ডল (৩০)পিতা মতিয়ার রহমান ৪.মোছাঃ ফুলকলি খাতুন(৫০) স্বামী মোঃ গফ্ফার আলী ৫.শোভারানী খাতুন(৩৮)স্বামী জাহাঙ্গীর আলম ৬.সম্রাট আলী(১৮)পিতা জাহাঙ্গীর আলী ৭.জিয়াউল ইসলাম(৪০)পিতা আফতাব হোসেন ৮.সাথী খাতুন (৩৫) স্বামী সাইদুল ইসলাম ৯.আবু সুফিয়ান(৩০) পিতা গিয়াস মন্ডল ১০.আলতাব আলী মন্ডল(৬০)পিতা মৃত মাজেম মন্ডল ১১.আবু রায়হান(৩০)পিতা আলতাব মন্ডল ১২.মতিয়ার রহমান(৫০) পিতা মৃত মাজেম মন্ডল,সকলের সাং আনারপুর পশ্চিমপাড়া,থানা ধুনট,জেলা-বগুড়াগণ পূর্বের জের ধরে সংঘবদ্ধ ভাবে হঠাৎ করে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমরা তার মৌখিক প্রতিবাদ করলে বিবাদীগণ ক্ষিপ্ত হইয়া ১০ নং বিবাদীর হুকুমে ১,২, ও ৪ নং আসামীগণ আমার ভাতিজা তরিকুলকে হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা আঘাত করে রক্তাক্ত জখম করে তখন আমার ভাতিজার চিৎকারে আমরা সকলে আগাইয়া আসিলে বিবাদীগণ সংখায় বেশী হওয়ায় তারা লাঠিশোডা ও দেশীয় অস্তসস্ত্র নিয়ে আমাদেরকে মারপিট করে বিভিন্ন জায়গায় আঘাত করে জখম করে চলে যায়। এরপর এলাকার লোকজন এসে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে চিক্যিসার ব্যবস্থা করেন।
এর পরও আসামীরা খান্ত হননাই চিক্যিসার জন্য হাসঁপাতালে ভর্তি হতে গেলে তারা সেখানে যেয়েও প্রাণ নাশের হুমকি দিয়েছেন।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ সিন্ধু বালা জানান বিষয়টি আমি জানি অভিযোগ হয়েছে,তদন্ত সাপেক্ষে সু-ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন