২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে বগুড়ার ধুনটে আ’লীগের আলোচনা সভা | Daily Chandni Bazar ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে বগুড়ার ধুনটে আ’লীগের আলোচনা সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ০২:১৪
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে বগুড়ার ধুনটে আ’লীগের আলোচনা সভা
ধুনট বগুড়া প্রতিনিধি

২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতের স্মরণে বগুড়ার
ধুনটে আ’লীগের আলোচনা সভা

বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে বগুড়ার ধুনটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে ধুনট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।

ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ধুনট পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম, রেজাউল করিম দুলাল, যুগ্ন সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামীলীগ নেতা ফজলুল হক, আলেফ বাদশা, সিরাজুল হক লিটন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন