নন্দীগ্রামে ধানক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার | Daily Chandni Bazar নন্দীগ্রামে ধানক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ০২:১৮
নন্দীগ্রামে ধানক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে ধানক্ষেত থেকে  গলাকাটা লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে আখের আলী (৩৮) নামের এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। তিনি একাধিক হত্যা মামলার আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। সোমবার দুপুরে নন্দীগ্রাম পৌর এলাকার বগুড়া-নাটোর মহাসড়কের পূর্বপাশে ওমরপুর কালিকাপুর মাঠের সতীশ চন্দ্র কারিগরি কলেজের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পাশের জঙ্গল থেকে একটি মোবাইল ফোন, ১৫০সিসি কালো রঙের একটি পালসার মোটরসাইকেল (বগুড়া ল-১২-১৩৯৯) ও হেলমেড উদ্ধার করেছে পুলিশ। তিনি বগুড়া সদরের সাবগ্রাম চান্দপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে।  স্থানীয় সুত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে কৃষকেরা ধান চাষাবাদি জমির কাদা-পানিতে মরদেহ পড়ে থাকা অবস্থায় দেখেন। এ খবর পেয়ে শতশত মানুষ ঘটনাস্থলে ভিড় করে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় এলাকায় থমথমেভাব বিরাজ করছে। মোবাইল ফোনের সুত্র ধরে নিহতের পরিচয় সনাক্ত করা হয়।  নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ধারনা করা হচ্ছে পরিকল্পিতভাবে তার ঘনিষ্ঠ কেউ ডেকে এনে গলাকেটে হত্যা করেছে। আখের আলীর নামে হত্যাসহ অসংখ্য মামলা রয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন