বগুড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ কুমিল্লার ৩ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar বগুড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ কুমিল্লার ৩ যুবক গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ০২:২৯
বগুড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ কুমিল্লার ৩ যুবক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডিবির অভিযানে গাঁজাসহ
কুমিল্লার ৩ যুবক গ্রেফতার

বগুড়ায় ১০ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কাহালু উপজেলার মুরইল ব্যাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তিনজন হলেন, কুমিল্লা জেলার জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ হোসেন (২৭), ফুক্কু মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২২) ও গাজীপুর জেলার জামাল উদ্দিনের ছেলে সজীব মিয়া (২৬)।

বগুড়া ডিবি পুলিশ তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে বগুড়া জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে কাহালু থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন