গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ | Daily Chandni Bazar গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ১৪:৪১
গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
অনলাইন ডেস্ক

গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগ-ইন করে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবেন।

এর আগে, গত ২০ আগস্ট এই ইউনিটের পরীক্ষা হয়। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেন। তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন