শাজাহানপুরে নিজ জমিতে প্রাচীর নির্মাণে বাধা।থানায় অভিযোগ । | Daily Chandni Bazar শাজাহানপুরে নিজ জমিতে প্রাচীর নির্মাণে বাধা।থানায় অভিযোগ । | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২২ ২৩:৪৮
শাজাহানপুরে নিজ জমিতে প্রাচীর নির্মাণে বাধা।থানায় অভিযোগ ।
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

শাজাহানপুরে নিজ জমিতে প্রাচীর 
নির্মাণে বাধা।থানায় অভিযোগ ।

নিজের ক্রয় করা জমিতে প্রাচীর ও ঘর করতে পারছেনা, এমনকি প্রাচীর নির্মান করলে তা-রাতের আধাঁরে মাস্তান বাহিনী দ্বারা ভেঙ্গে ফেলা হচ্ছে। জমিতে গেলেই প্রতিপক্ষ লাঠি সোটা নিয়ে তাড়িয়ে বেড়াচ্ছে জমির মালিক বর্তমানে হতাশায় ভুগচ্ছে। অবশেষে নিজের জমিতে প্রাচীর নির্মান করতে বাধা সন্মুখিন হয়ে থানা পুলিশে স্বরনাপর্ন হয়ে ৪ জনকে আসামী করে তিনি একটি থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানাযায় ঘটনাটি ঘটেছে, বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের নারিল্ল্যা পূর্বপাড়া গ্রামে।মোঃ আজিজুল হক মিন্টু(৪২)পিতা-মৃত আঃসামাদ পাইকার সাং-নারিল্ল্যা পূর্বপাড়া সে নারিল্ল্যা-মৌজা,জে এল নং-১৬৪, আর এস খতিয়ান নং-১৬২, দাগ নং ১১৩৬,১১৫৫ পরিমান ০৪ শতক জমি ০৮-০২-২০২২ইং তারিখে ক্রয় করে, জমিটি  তাহার বাড়ী সংলগ্ন।জমিটি ক্রয় করার সে কিছু দিন আগে প্রাচীর নিমার্ণ করে। সে সময় বিবাদীদের সঙগে ঝগড়া-ফ্যাসাদ হয়েছিল। হঠাৎ করে গত ২২-০৮-২০২২ইং তারিখে রাত অনুমান ১২.২০ মিনিটের দিকে বিবাদী ১.মোঃ তাইজুল ইসলাম(৪৬),পিতা মৃত আঃ সামাদ পাইকার,২.মোঃ তাইনুর ইসলাম(২০),পিতা মোঃ তাইজুল ইসলাম ৩.মোঃ মিজু(২৪),পিতা মোঃ বাদশা, সকলেরই সাং-নারিল্ল্যা উত্তরপাড়া, ইউনিয়ন -খোট্রাপাড়া,শাজাহানপুর,বগুড়া ৪. মোঃ সম্রাট(২৫),পিতা মোঃ টুকু সাং- ছোট ইটালী,থানা –গাবতলী,জেলা বগুড়া গন সহ আরো ৮/৯ জন মাস্তান বাহিনী নিয়ে আসিয়া রাতের আধারে তাহার ইটের প্রাচীর সম্পূর্ণ ভাঙ্গিয়া ফেলে দেয়।তখন মিন্টুর পরিবারের লোকজন বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখিয়ে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলে যায়। আরো উল্লেখ থাকে যে, বিবাদী তাইজুল ইসলাম (কাজল)এক জন জাল দলিল সৃষ্টিকারী পূর্বে তার জাল দলিলের বহু প্রমাণ রয়েছে। এই প্রাচীর ভেঙ্গে ফেলে দেওয়াতে মিন্টুর  ৮০ হাজার টাকার সাধন হয়েছে।
মূলত আসামগিণ অসহায় মিন্টুর জমিটি অবৈধভাবে দখল করার পাঁয়তারা করছে। তারা পুলিশ ও প্রসাশনের নিকট ঘটনাটির সুষ্ঠ সমাধান দাবী করেন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর রেজাউল করিম জানান এঘটনা নিয়ে উভয় পক্ষকে আইন শৃঙ্খলা বিষয়ে শান্ত থাকার পরামর্শ দেন। যেহেতু বিষয়টি  জমিজমা নিয়ে অতএব বিঙ্গ আদালতের শরণাপর্ণ হওয়ার পরামর্শ দেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন