বগুড়ার শেরপুরের কুসুম্বী ইউনিয়নের কেল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলীর বিরুদ্ধে ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছে স্কুলটির শিক্ষার্থীরা। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সোমবার (২২আগস্ট) বিকেলে একটি লিখিত অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
তারা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে ছাত্রীদের সাথে অসদাচরণ করে আসছেন। ওই স্কুলের শিক্ষার্থী প্রায় ৪৫০ জন যার অর্ধেকই ছাত্রী। ছাত্রীদের অভিযোগ তিনি মাঝেমধ্যেই কোনো কারণ ছাড়াই ছাত্রীদের কমন রুমে ঢুকে পরেন। এক সপ্তাহ আগে অষ্টম শ্রেনীর এক ছাত্রীকে গায়ে হাত দিয়ে মারধর করায় মেয়েকে স্কুলে পাঠানো বন্ধ রেখেছেন পরিবারের লোকজন। এরকম অভিযোগ রয়েছে আরো ছাত্রীদের। প্রধান শিক্ষকের এমন আচরণের অভিযোগ স্কুলের একাধিক শিক্ষকের কাছে জানিয়েও কোনো প্রতিকার পায়নি তারা। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অভিযোগের প্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ওই অভিযোগপত্রে অর্ধশতাধিক শিক্ষার্থীর স্বাক্ষর রয়েছে।
কেল্লা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আশরাফ আলী বলেন, এই ধরনের অভিযোগে প্রধান শিক্ষক শাহজাহান আলীকে আমি বেশ কয়েকবার সতর্ক করেছিলাম।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ কয়েকজন শিক্ষক ও দফতরী মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, তাদের ইন্ধনেই রোববার শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও কেল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করবেন। ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন