শেরপুরে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত! থানায় মামলা | Daily Chandni Bazar শেরপুরে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত! থানায় মামলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২২ ১২:৫৮
শেরপুরে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত! থানায় মামলা
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে যুবলীগ নেতাকে ছুরিকাঘাত! থানায় মামলা

বগুড়ার শেরপুরের টাউন কলোনী এলাকায় গত শনিবার (২০আগস্ট) রাতে যুবলীগ নেতা এনামুল মোসলেমিন সোহাগ(৩৬) কে ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সোমবার (২২আগস্ট) রাতে এই মামলা দায়ের করা হয়। মামলায় মূর্তজা কাউছার অভি (৩২), মোঃ সাগর (২৯), মোঃ রকি (২৫) ও মোঃ মিঠু (২৬) সহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামী করা হয়েছে।

এজাহার সুত্রে জানা গেছে, ঘটনার দিন যুবলীগ নেতা সোহাগ শেরপুরের মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমের অফিসে (আহলে হাদিস মসজিদের পাশে) বসে থাকা অবস্থায় হামলা চালায় দুর্র্বৃত্তরা। শনিবার (২০আগস্ট) রাত ৯ টার দিকে হঠাৎ করে অফিসের সামনে ৮/৯টি মোটর সাইকেল নিয়ে বারোদুয়ারীপাড়ার মৃত হোসাইন কাউছার ফুয়াদের ছেলে মূর্তজা কাউছার অভি, শেরুয়া বটতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো: সাগর, খোন্দকারপাড়ার মোঃ তারা (কমিশনার) এর ছেলে মো: রকি, মো: ইব্রাহীম হোসেনের ছেলে মো: মিঠু সহ অজ্ঞাতনামা ১৪/১৫ জন এসে আতর্কিত হামলা চালায়। অফিসের ভিতরে প্রবেশ করে কোন কিছু বোঝার আগেই মারপিট শুরু করে। পরে অজ্ঞাতনামা ১৪/১৫ জন অফিসের মধ্যে থেকে সোহাগকে টেনে হেচড়ে বাহিরে নিয়ে আসলে মূর্তজা কাউছার অভি ধারালো চাকু দিয়ে আঘাত করে। সোহাগকে রক্ষার জন্য শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাপ্পি এগিয়ে আসলে তাকেও মারধর করে। সোহাগকে চাকু দিয়ে এলোপাথারীভাবে পায়ের উরুতে আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় সোমবার (২২আগস্ট) রাতে এনামুল মোসলেমিন সোহাগ বাদি হয়ে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, যুবলীগ নেতাকে চাকু মারার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। খুব দ্রুত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন শেরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ। যুবলীগ সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ, সাধারণ সম্পাদক সোহেল রানা এক যৌথ বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন