ক্লাসের শিক্ষার্থী পার্কে: বগুড়ায় পুলিশের আকস্মিক অভিযানে আটক ১০ | Daily Chandni Bazar ক্লাসের শিক্ষার্থী পার্কে: বগুড়ায় পুলিশের আকস্মিক অভিযানে আটক ১০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ০২:২৮
ক্লাসের শিক্ষার্থী পার্কে: বগুড়ায় পুলিশের আকস্মিক অভিযানে আটক ১০
ষ্টাফ রিপোর্টার

ক্লাসের শিক্ষার্থী পার্কে: বগুড়ায় পুলিশের
আকস্মিক অভিযানে আটক ১০

কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে পোষাক পরে পার্কে ঘোরাঘুরি করায় ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। পরে তাদের শিক্ষক ও পরিবারকে জানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

বুধবার দুপুর ২টার দিকে শহরের পৌর এডওয়ার্ড পার্ক থেকে এই শিক্ষার্থীদের আটক করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামের নেতৃত্বে অভিযানে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল হকসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  
অভিযানের বিষয়টি নিশ্চিত করে শরাফত ইসলাম জানান, স্কুল কলেজ চলাকালীন সময়ে ক্লাস ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন পার্ক ও রেস্টুরেন্টে সন্তানের বয়সী শিক্ষার্থীরা ঘোরাঘুরি করার চিত্র নজরে আসে বগুড়া জেলা পুলিশের। একই সাথে স্থানীয় সচেতন মহলের অনেকে মৌখিক অভিযোগ করেন শিক্ষার্থীদের বেপোরোয়া বিভিন্ন আচরণের বিষয়ে। তার ভবিষ্যতের স্বার্থে বুধবার সতর্কতামূলক বগুড়া পৌর পার্কে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং এখন থেকে পুলিশের মনিটরিং এই বিষয়ে থাকবে। এতে আশা করা যায় এই চিত্র বদলে যাবে। তিনি জানান, বুধবারের অভিযানে আটক শিক্ষার্থীরা বগুড়া শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তাদের সতর্ক করে এবং পুলিশের পক্ষে কাউন্সিলিং এর পর তাদের শিক্ষক ও অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন