ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ | Daily Chandni Bazar ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২২ ১৪:৪৬
ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
অনলাইন ডেস্ক

ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৯২ শতাংশ। বুধবার (২৪ আগস্ট) রাতে ফলাফল প্রকাশ করা হয় বলে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো তথ্যে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল চূড়ান্ত করা হয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক ৯২ শতাংশ।

সারাদেশের ৭১১টি কেন্দ্রে ১৮৭৯টি কলেজে এ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিতসহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ১৭৯ জন। প্রকাশিত ফলাফল রাত ৮টা থেকে এসএমএস এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের www.nu.ac.bd মাধ্যমে জানা যাচ্ছে।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন