‘বাবা কর্মজীবনে যা কিছু করেছেন তা নিয়ে গর্ববোধ করি’ | Daily Chandni Bazar ‘বাবা কর্মজীবনে যা কিছু করেছেন তা নিয়ে গর্ববোধ করি’ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২২ ১৭:৫৮
‘বাবা কর্মজীবনে যা কিছু করেছেন তা নিয়ে গর্ববোধ করি’
অনলাইন ডেস্ক

‘বাবা কর্মজীবনে যা কিছু করেছেন তা নিয়ে গর্ববোধ করি’

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মেয়ে আইরিন মাহবুব বলেছেন, আমরা গর্বিত। বাবা হিসেবে ও কর্মজীবনে যা কিছু করেছেন সবকিছু নিয়ে আমরা গর্ববোধ করি।

শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইরিন মাহবুব বলেন, উনার (মাহবুব তালুকদার) মতো মানুষ খুব কম আছে। সব সময় দেশের কথা ভেবেছেন। মৃত্যুর আগ পর্যন্তও দেশের কথা ভেবেছেন, দেশের মানুষের কথা ভেবেছেন। কখনো নিজের কথা ভাবেন নাই।

নির্বাচন কমিশনে মাহবুব তালুকদারের বিতর্কিত মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার মেয়ে বলেন, পরিবারের সবাই তাকে উৎসাহিত করেছি ও আব্বা যেটা বুঝেছেন সবসময় তাই বলেছেন। কখনোই তিনি চিন্তা করেন নাই এর ফলাফল কি হবে, ভবিষ্যতে কী হতে পারে তা ভাবেননি।

এসময় তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন