ওআইসি মহাসচিব অসুস্থ, স্থগিত ঢাকা সফর | Daily Chandni Bazar ওআইসি মহাসচিব অসুস্থ, স্থগিত ঢাকা সফর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ১৫:২৯
ওআইসি মহাসচিব অসুস্থ, স্থগিত ঢাকা সফর
অনলাইন ডেস্ক

ওআইসি মহাসচিব অসুস্থ, স্থগিত ঢাকা সফর

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ইব্রাহিম তার ঢাকা সফর স্থগিত করেছেন। শারিরীক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মণ্ত্রণালয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে তিনদিনের সফরে শনিবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় আসার কথা ছিল হুসেইন ইব্রাহিমের।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। সে কারণে আজ তিনি ঢাকা সফরে আসতে পারছেন না।

সূচি অনুসারে, সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের কথা ছিল ওআইসি মহাসচিবের। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গেও বৈঠকের কথা ছিল তার।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন