নন্দীগ্রামে কৃষক লীগের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদত বরণকারীদের স্বরণে গত ২৭ আগষ্ট শনিবার নন্দীগ্রাম কৃষক লীগের আয়োজনে সারাদিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে দিয়ে বেলা ৩টায় একটি শোক র্যালি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে বঙ্গবন্ধু চত্তরে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: আনিছুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল হক উজ্জল, যুগ্ন সাধারন সম্পাদক, মুকুল হোসেন, মামুনুর রশীদ,আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, যুবলীগের সাধারন সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু সাইদ, সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন ছাত্রলীগের সভাপতি মো: তুহিন আহমেদ, সাধারন সম্পাদক শুভ আহমেদ, ছাত্র লীগের যুগ্ন সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন