বগুড়ায় কবি রহমতুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ | Daily Chandni Bazar বগুড়ায় কবি রহমতুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২৩:০৭
বগুড়ায় কবি রহমতুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ
(খবর বিজ্ঞপ্তি)

বগুড়ায় কবি রহমতুল বারীর
মৃত্যুতে শোক প্রকাশ

বগুড়ার ৬০ দশকের অন্যতম কবি ও চিকিৎসক মুহম্মদ রহমতুল বারী আর নেই। (ইন্না.... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। তিনি শুক্রবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুতে সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি, বগুড়া থিয়েটার এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, জোটের সাধারণ সম্পাদক ও বগুড়া বাউল গোষ্ঠির সভাপতি আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া নাট্যগোষ্ঠির সভাপতি মো: জাহিদুর রহমান মুক্তা, সাধারণ সম্পাদক সৈয়দ সুলতান আলম, বাংলাদশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, বগুড়া আনন্দকণ্ঠ এর সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী, বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, বগুড়া নাট্যদলের সভাপতি মির্জা আহছানুল হক দুলাল, রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদ বগুড়ার সভাপতি শ্যামল বিশ^াস, সাধারণ সম্পাদক অমরেশ মূখার্জ্জি, বাঙময় আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক দৌলতুজ্জামান দৌলত, সংশপ্তক থিয়েটারের সভাপতি আব্দুল্লাহেল কাফী তারা, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন, থিয়েটার আইডিয়ার পরিচালক নিভা সরকার পূর্ণিমা, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এড. মনতেজার রহমান মন্টু, সাধারণ সম্পাদক হাকীম এমএ আব্দুল মজিদ মিয়া, পাঠকপণ্য পাঠশালার সাধারণ সম্পাদক জয়ন্ত দেব, চর্চা সাংস্কৃতিক একাডেমির পরিচালক আব্দুল আউয়াল, শব্দকথন সাহিত্য আসরে সমন্বয়কারি আব্দুস সালাম বাবু, সদস্য মাহাবুব টুটুল, অনুশীলন’৯৫ সাংস্কৃতিক গোষ্ঠির সভাপতি মনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক লিপি প্রধান, গীতিচর্চা সঙ্গিতালয়ের সভাপতি তাপসী দে, সাধারণ সম্পাদক এইচ আলিম, অ আ সাহিত্য সংসদের সভাপতি রবিউল আলম অশ্রু, নন্দন শিল্পী গোষ্ঠির সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, প্রকাশ শৈলীর সভাপতি লুবনা জাহান, সাধারণ সম্পাদক ঈমামুল হুদা বিপ্লব, বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দাস সুবল, বগুড়া ফাল্গুণী থিয়েটারের সভাপতি রুবেল মিয়া, বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক অলক পাল, কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, অভিনেতা শাহাদৎ হোসেনহর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন। উল্লেখ্য, কবি মুহম্মদ রহমতুল বারী  ১৯৩৬ সালের ২৫ অক্টোবর বগুড়ার  শেরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ এর মধ্যে স্বপ্নের সোনালী আবীর, বিকাউ, জেগে থাকি, সুখ দুঃখের পদাবলী, অসমাপ্ত তৈলচিত্র, সনেটগুচ্ছ ইত্যাদি। সাহিত্য চর্চা করে তিনি বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা ও পুরস্কার প্রাপ্ত হন। পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন