বগুড়ায় পল্লীকবি জসীম উদ্দীন পরিষদের প্রকাশনা উৎসব | Daily Chandni Bazar বগুড়ায় পল্লীকবি জসীম উদ্দীন পরিষদের প্রকাশনা উৎসব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২২ ২৩:১৫
বগুড়ায় পল্লীকবি জসীম উদ্দীন পরিষদের প্রকাশনা উৎসব
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পল্লীকবি জসীম উদ্দীন 
পরিষদের প্রকাশনা উৎসব

বগুড়ায় পল্লীকবি জসীম উদ্দীন পরিষদ এর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাহিত্য পত্রিকা ‘গাঁও গ্রামের পথ’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বগুড়া শহরের ম্যাক্সমোটেলে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন পল্লীকবি জসীম উদ্দীন পরিষদ এর সভাপতি কবি এ্যাডঃ নুরুল ইসলাম চৌধুরী। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এপিবিএন বগুড়ার অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জজকোর্টের পিপি এ্যাডঃ আব্দুল মতিন, নজরুল পরিষদ বগুড়ার সভাপতি এ্যাডঃ মনতেজার রহমান মন্টু, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বগুড়া পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন তরুন কুমার চক্রবর্ত্তী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক (বাংলা) ড. গাজি মোঃ তৌহিদুল আলম চৌধুরী সনি। বক্তব্য রাখেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি হাকীম এমএ মজিদ মিয়া, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, দপ্তর সম্পাদক এইচ আলিম, কবি ও গীতিকার পিংকু আহম্মেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কবিতা ক্লাবের সভাপতি মশিউর রহমান। অনুষ্ঠানে পল্লীকবি জসীম উদ্দীন পরিষদ এর সদস্যবৃন্দ কবিতা পাঠ করেন। এছাড়া বাংলাদেশ কবিতা ক্লাব এর নতুন কমিটি ঘোষণা করা হয়।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন