প্রিন্সেস ডায়ানার ফোর্ড এসকর্ট বিক্রি হলো সাড়ে ৮ লাখের বেশি ডলারে | Daily Chandni Bazar প্রিন্সেস ডায়ানার ফোর্ড এসকর্ট বিক্রি হলো সাড়ে ৮ লাখের বেশি ডলারে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ১৫:৫৬
প্রিন্সেস ডায়ানার ফোর্ড এসকর্ট বিক্রি হলো সাড়ে ৮ লাখের বেশি ডলারে
অনলাইন ডেস্ক

প্রিন্সেস ডায়ানার ফোর্ড এসকর্ট বিক্রি হলো সাড়ে ৮ লাখের বেশি ডলারে

প্রিন্সেস ডায়ানার ব্যবহৃত কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়িটি এবার নিলামে বিক্রি হলো আট লাখ ৬৬ হাজার মার্কিন ডলারে। শনিবার (২৭ আগস্ট) নিলামে তোলা হয় গাড়িটি এবং যুক্তরাজ্যের এক ব্যক্তি সেটি কিনে নেন। দুদিন পরেই ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। তার আগেই ডায়ানার ব্যবহৃত গাড়িটি বিক্রি করা হলো।

১৯৮৫ সালের আগস্ট মাস থেকে প্রায় তিন বছর কালো রঙের ফোর্ড এসকর্ট গাড়িটি ব্যবহার করেন ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। গাড়িটির সঙ্গে চেলসি ও কেনসিংটনে ছবিও তুলেন তিনি।

সি৪৬২এফএইচকে নম্বরে নিবন্ধিত গাড়িটি যুক্তরাজ্যের ওয়ার্কশায়ারের নিলামকারী প্রতিষ্ঠান সিলভারস্টোনের অকশনের মাধ্যমে বিক্রি হয়। গাড়িটি কিনে নিলেন চেশায়ারের এক বাসিন্দা।

এর আগে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা আরও একটি গাড়ি নিলামে বিক্রি হয়। গাড়িটি ৫২ হাজার পাউন্ডে কিনে নেয় দক্ষিণ আমেরিকার একটি যাদুঘর। সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস।

মাত্র ৩৬ বছর বয়সে প্রিন্সেস ডায়ানা মারা যান। আগামী ৩১ আগস্ট ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী।

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের রাজধানী প্যারিসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস অব ওয়েলস ডায়ানা। দুর্ঘটনার সময় গাড়িতে ডায়ানার সঙ্গে ছিলেন তার প্রেমিক মিশরের দোদি আল-ফায়েদ।

ছবি তোলার জন্য মোটরসাইকেলে পিছু নেওয়া পাপারাজ্জিদের হাত থেকে নিরাপদে থাকার জন্য গাড়িটি দ্রুতবেগে ছুটে যায়। তখনই কংক্রিটের পিলারের সঙ্গে গাড়িটির সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান দোদি। হাসপাতালে নেওয়া হলে প্রিন্সেস ডায়ানাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্র: এএফপি