১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদত বরণকারীদের স্বরণে বগুড়ার নন্দীগ্রামে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে একটি শোক র্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধ চত্বরে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুভ আহমেদের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান, রফিকুল ইসলাম রফিক, শফি উদ্দিন, সরফুল হক, স্বপন চন্দ্র, মহসিন আলী, মুকুল হোসেন, শামীম শেখ, আনন্দ কুমার, মামুনুর রশীদ, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম, মোখলেছুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত রাজ, ছাত্রলীগের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, রিফাত আলী, ও আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি দুলাল, সাধারণ সম্পাদক আল জাহিদ প্রমূখ। সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শাহাদত বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন