মান্দায় বৃদ্ধাকে হত্যাচেষ্টার মামলায় একজন গ্রেপ্তার | Daily Chandni Bazar মান্দায় বৃদ্ধাকে হত্যাচেষ্টার মামলায় একজন গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২২ ২৩:২০
মান্দায় বৃদ্ধাকে হত্যাচেষ্টার মামলায় একজন গ্রেপ্তার
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় বৃদ্ধাকে হত্যাচেষ্টার মামলায় একজন গ্রেপ্তার

নওগাঁর মান্দায় মঞ্জুয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত ব্যক্তির নাম উজ্জল হোসেন (৩২)। তিনি পরানপুর ইউনিয়নের কালাচিতা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। 
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর ভাই হেলাল উদ্দিন সরকার বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত উজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার রাতে উপজেলার পরানপুর ইউনিয়নের কালাচিতা গ্রামের মঞ্জুয়ারা বেগমকে কুপিয়ে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি।

দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন