আরও ৪ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর | Daily Chandni Bazar আরও ৪ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ১৭:৩৭
আরও ৪ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর
অনলাইন ডেস্ক

আরও ৪ হাসপাতাল বন্ধ করে দিলো স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তরের চলমান অভিযানে আরও চারটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ঢাকায় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অনিবন্ধিত হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধে ঢাকাসহ সারাদেশে স্বাস্থ্য অধিদপ্তুর এ অভিযান চালায়।

বন্ধ করা হাসপাতালগুলো হলো খিলগাঁও জেনারেল হাসপাতাল, খিদমাহ লাইফ কেয়ার, সেন্ট্রাল বাসাবো জেনারেল হাসপাতাল এবং মাতুয়াইলের কনক জেনারেল হাসপাতাল।

দুপুর ১টায় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান অভিযান চালিয়ে নিবন্ধন না থাকায় খিলগাঁও রেলগেট এলাকায় খিলগাঁও জেনারেল হাসপাতাল বন্ধ করে দেন। এসময় হাসপাতালটিতে চারজন রোগী ভর্তি থাকায় বন্ধ করার জন্য ২৪ ঘণ্টা সময় দেয় অধিদপ্তর।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন