নারীদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে আলোচনার সময় নয়: শিক্ষামন্ত্রী | Daily Chandni Bazar নারীদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে আলোচনার সময় নয়: শিক্ষামন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২২ ১৭:৪১
নারীদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে আলোচনার সময় নয়: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক

নারীদের পোশাকের দৈর্ঘ্য নিয়ে আলোচনার সময় নয়: শিক্ষামন্ত্রী

নারীদের পোশাক নিয়ে শিক্ষাঙ্গনে মৌলবাদী তৎপরতার সমালোচনা করে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এখন আধুনিক যুগ, রোবটিক যুগ, এখন নারীদের পোশাকের দৈর্ঘ্য নির্ধারণ করার সময় নয়। যারা পোশাক নিয়ে তৎপর হয়েছেন তারা দেশের মীমাংসিত বিষয় নিয়ে সক্রিয় হয়েছেন।

সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইবার) সঙ্গে মতবিনিয়ম সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

‘মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার পক্ষে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। কপালে টিপ আছে কিনা, এখন সেটা কোনো প্রশ্ন হতে পারে না।’

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে রোবটিক যুগে টেকনোলজি নিয়ে আমাদের আলোচনার বিষয় হবে। মানুষের পক্ষে আর কি কি করা সম্ভব আলোচনা হবে সেসব নিয়ে। অথচ একটি শ্রেণি নারীদের কাপড়ের মাপ কত হবে, তার দৈর্ঘ্য প্রস্থ কত থাকা উচিত, নারীদের কপালে টিপ পরা নিয়ে বিতর্ক তুলছে।

তিনি বলেন, এসব নিয়ে নারীদের দফাই দফায় হয়রানি হতে হচ্ছে। একটি শ্রেণি নিজেদের সুবিধার্থে ধর্মের নামে নানা ধরনের নিয়ম তৈরি করছে। অথচ তারা নিজেরাও ধর্মে যা বলা নাই তাই করছে। সেসব দিয়ে কেউ কথা বলার নেই বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন