বগুড়ায় যৌন হয়রানী প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা | Daily Chandni Bazar বগুড়ায় যৌন হয়রানী প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২২ ১০:৫৬
বগুড়ায় যৌন হয়রানী প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় যৌন হয়রানী 
প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা

বগুড়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে অভিযোগ কমিটির ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের ৩য় তলার প্রশিক্ষণ রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) এর আয়োজনে এবং ইউএন ওমেন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় ওরিয়েন্টেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার হেলেনা আক্তার।
এসময় সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান,জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রবিউল ইসলাম, সদর থানার এস.আই জেবুন্নেছা, প্রকল্পের প্রজেক্ট অফিসার (জিবিএস) খালেদা ফেরদৌসী সহ জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা  করেন সিজিবিভি প্রকল্পের সমন্বয়কারী (জিবিএস) সোহেলিয়া আকতার।
ওরিয়েন্টেশনে কর্মক্ষেত্রে যৌন হয়রানী রোধে অভিযোগ কমিটির করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন  দপ্তরে যৌন হয়রানী প্রতিরোধ কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন