বগুড়ায় নকল সন্দেহে ৭ ট্রাক সারের খালাশ বন্ধ: তদন্ত কমিটি গঠন | Daily Chandni Bazar বগুড়ায় নকল সন্দেহে ৭ ট্রাক সারের খালাশ বন্ধ: তদন্ত কমিটি গঠন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২২ ১১:০৪
বগুড়ায় নকল সন্দেহে ৭ ট্রাক সারের খালাশ বন্ধ: তদন্ত কমিটি গঠন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় নকল সন্দেহে ৭ ট্রাক 
সারের খালাশ বন্ধ: তদন্ত কমিটি গঠন

বগুড়ায় নকল সন্দেহে ৭ ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি সার আটক করে খালাশ বন্ধ করেছে বাফার গুদাম কর্তৃপক্ষ।  সোমবার সকালে কয়েক বস্তা সার মান পরীক্ষায় সন্দেহ হলে এই পদক্ষেপ নেয়া হয়।

এর আগে রোববার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রামের পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে এই ৭টি ট্রাক বগুড়ায় পৌঁছায়। সারগুলোর পরিবহণের ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মেসার্স এমএইচআর কর্পোরেশন।

সোমবার সন্ধ্যায় বগুড়া বাফার গুদামের ইনচার্জ মোহাম্মদ মোস্তাফা কামাল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ৭টি ট্রাকে ৯৮ হাজার কেজি টিএসপি সার আসে। প্রতিটি ট্রাকে ২৮০ টি বস্তা সার রয়েছে। সোমবার সকালে ট্রাক থেকে ২৪ বস্তা সার নামানো হয় পরীক্ষার জন্য। এ সময় সারগুলো নকল ও ভেজাল মেশানো মনে হয়। এমন সন্দেহে ৭টি ট্রাক আটক করে রাখা হয়েছে।

মোস্তফা কামাল বলেন, বিষয়টি চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছেন তিনি। মঙ্গলবার সারগুলো ভালোভাবে পরীক্ষার জন্য একটি টিম আসবে। তারা আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

চট্টগ্রাম থেকে সার নিয়ে আসা ট্রাকের চালক জানান, শনিবার পতেঙ্গার টিএসপি সার কারখানা থেকে ৭টি ট্রাকে মাল লোড করা হয়। সেই সার নিয়ে রোববার রাত ২ টা থেকে ৩ টার দিকে বগুড়া বাফার গুদামে পৌঁছান তারা। সকালে এখানকার কর্মকর্তারা নকল সন্দেহে ট্রাকগুলো আটকে রেখে দেন।

একই কথা বলেন আব্দুল করিম নামে আরেক ট্রাক চালক। তিনি বলেন, ট্রাক আটক করার কারণে তারাও সেখানে বসে আছেন। 

এদিকে বগুড়া প্রশাসক মো: জিয়াউল হকের সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা সারের ট্রাকগুলো পথিমধ্যে কোথাও থেমে নকল সার ট্রাকে তুলেছে এমন কোন এক গোপন সংবাদের ভিত্তিতে জনস্বার্থে বগুড়া বাফার ইনচার্জ সারের ট্রাক আটক করে খালাশ বন্ধের নির্দেশ দিয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুত সব খোলশা হয়ে যাবে মর্মে আশা প্রকাশ করেন তিনি।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন