বগুড়ায় প্রকাশ শৈলীর শোক দিবস পালন | Daily Chandni Bazar বগুড়ায় প্রকাশ শৈলীর শোক দিবস পালন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২২ ০১:২৪
বগুড়ায় প্রকাশ শৈলীর শোক দিবস পালন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় প্রকাশ শৈলীর
শোক দিবস পালন

বগুড়ার সাংস্কৃতিক সংগঠন প্রকাশ শৈলীর আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে বগুড়া শহরের বড়গোলাস্থ প্রকাশ শৈলীর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুব্রত সাহা। বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়, সংগঠনের মুখপাত্র ঈমামুল হুদা বিপ্লব, সাধারণ সম্পাদক লুবনা জাহান, কণ্ঠশিল্পী মোঃ আরিফ, নৃত্য শিল্পী কাজি রাফিয়া, মোঃ হাসান। আলোচনা শেষে বঙ্গবন্ধুর উপর নিবেদিত কবিতা আবৃত্তি ও সঙ্গিতে অংশ নেন বৈশালী, বৈভব, অরণী, রাইয়ান, নাসরাহ, মান্যতা, নৈঋতাসহ অন্যান্য শিল্পীরা। 

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন