দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৫
দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় ওএমএস এর চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

‘ওএমএস-এ চলো যাই, কম মূল্যে খাদ্য পাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া ও তালোড়া পৌরসভায় ন্যায্য মূল্যে খোলা বাজারে (ওএমএস) চাল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ১সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে ডিলার মহসীন আলীর কেন্দ্রে এ চাল বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, পৌর কাউন্সিলর আব্দুস সালাম আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুণ কুমার প্রামানিক, খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক, সহকারী উপখাদ্য পরিদর্শক তমাল মিয়া, ওএমএস ডিলার মহসীন আলী প্রমুখ। দুপচাঁচিয়া ও তালোড়া পৌর এলাকায় ৭জন ওএমএস ডিলারের মাধ্যমে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহে ৫দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৩০টাকা কেজি দরে প্রত্যেকের কাছে ৫কেজি করে এ চাল বিক্রয় করা হবে। প্রতিদিন ১জন ডিলার ২টন চাল ৪’শ জন ক্রেতাদের মাঝে বিক্রয় করবে। 

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন