৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বিএনপির বিশাল শোডাউন | Daily Chandni Bazar ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বিএনপির বিশাল শোডাউন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৪৫
৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বিএনপির বিশাল শোডাউন
নওগাঁ প্রতিনিধি ঃ

৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় বিএনপির বিশাল শোডাউন

দলের ৪৪তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে নওগাঁয় বিএনপির নেতাকর্মীরা বিশাল শোডাউন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন কর্ণার থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নওজোয়ান মাঠে সমবেত হয়। সেখান থেকে দুপুরের দিকে বিশাল এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের মুক্তির মোড় হয়ে কেড়ির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 
এর আগে শোভাযাত্রা বের হওয়ার সময় সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপত্বিতে সভায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লে. কর্নেল (অব.) আব্দুল লতিফ খান, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম বেলাল, শেখ রেজাউল ইসলাম রেজু, মামুনুর রহমান রিপন, শফিউল আজম ভিপি রানা প্রমূখ বক্তব্য রাখেন।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন