বগুড়ায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৫০
বগুড়ায় এনসিটিএফ এর মাসিক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় এনসিটিএফ এর
মাসিক সভা অনুষ্ঠিত

বগুড়ায় বৃহস্পতিবার বিকেলে শহরের জলেশ^রীতলা পিৎজা হাট রেস্টুরেন্টে ন্যাশনাল চিলড্রেনস্ টাস্ক ফোর্স (এনসিটিএফ) বগুড়া জেলা শাখার সেপ্টেম্বর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশু অধিকার সম্পর্কিত নানাবিধ কর্মপরিকল্পনা গ্রহণ করেন নেতৃবৃন্দ।

এনসিটিএফ বগুড়ার সাধারণ সম্পাদক আফিয়া ইবনাত নকশীর সার্বিক পরিচালনায় সভার সভাপতিত্ব করেন এনসিটিএফ বগুড়ার সভাপতি জুবাইর আহমেদ। জেলা ভলেন্টিয়ার হাবিবা নাসরিনের ব্যবস্থাপনায় সভায় শিশু অধিকার সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরে পর্যায়ক্রমে বক্তব্য রাখেন চাইল্ড পার্লামেন্টের ডেপুটি স্পীকার ও এনসিটিএফ বগুড়ার সিপিএম মাহমুদ আল জিহাদ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক নাহিয়ান, চাইল্ড পার্লামেন্ট সদস্য তাবাসসুম নাহার দিয়া, শিশু গবেষক যথাক্রমে মালিহা ইসলাম ও প্রিতম হাসান, শিশু সাংবাদিক যথাক্রমে সানজিদা আকতার ও আব্দুল্লাহ আল সিহান প্রমুখ। শিশুদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে এবং এনসিটিএফ বগুড়াকে আরো সুসংগঠিত করতে সভায় আগামী সপ্তাহ থেকেই এনসিটিএফ স্কুল কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কথা বলে তাদের জন্যে একটি বিশেষ কর্মসূচী হাতে নেয় এনসিটিএফ নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দরা শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সমাজে এখনো যে খামতিগুলো রয়েছে তা নিয়ে পর্যায়ক্রমে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপনের মাধ্যমে তা সমাধানের উদ্যোগ নেয়। সভার সার্বিক সহযোগিতায় ছিলেন এনসিটিএফ বগুড়ার জেলা ভলেন্টিয়ার সঞ্জু রায়।

  দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন