সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই ও ভাতিজা হাসপাতালে কাতরাচ্ছে | Daily Chandni Bazar সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই ও ভাতিজা হাসপাতালে কাতরাচ্ছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০২২ ২৩:২০
সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই ও ভাতিজা হাসপাতালে কাতরাচ্ছে
শাজাহানপুর বগুড়া প্রতিনিধি

সৎ ভাইয়ের ছুরিকাঘাতে বড়ভাই ও ভাতিজা হাসপাতালে কাতরাচ্ছে

বগুড়ার শাহজাহানপুরে পারিবারিক কলহের জের ধরে সৎ ভাইয়ের ভাড়া করা সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বড়ভাই ও ভাতিজা।

আহতরা হলেন, উপজেলার আশেকপুর ইউনিয়নের চকজোড়া পুর্বপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র রেজাউল করিম (৪২) ও তার ভাতিজা রোকনুজ্জামান রাফি (১৭)।

এঘটনায় আহত রোকনুজ্জামানের বাবা রফিকুল ইসলাম বাদি হয়ে রোববার সন্ধ্যা ৬জনকে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানাগেছে, রোববার সকালে রেজাউল করিম তার নিজ জমিতে কাজ করতে গেলে পূর্ব শত্রুতার জেরে তার সৎ ভাই গোলাম রব্বানী মুকুল (৩৫) ও সবুজ মিয়ার নেতৃত্বে তাদের ভাড়া করা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। এসময় রেজাউল করিমের শরিরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। রেজাউল করিমের চিৎকার শুনে তার ভাতিজা রোকনুজ্জামান রাফি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এসময় প্রতিবেশিরা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন