
বগুড়ার দুপচাঁচিয়ায় এবার ৪১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, দুপচাঁচিয়া পৌর এলাকায় ১৪টি, গুনাহার ইউনিয়নে ৩টি, জিয়ানগর ইউনিয়নে ১টি, চামরুল ইউনিয়নে ৩টি, গোবিন্দপুর ইউনিয়নে ৮টি, তালোড়া পৌর এলাকায় ৫টি ও তালোড়া ইউনিয়নে ৭টি সহ মোট ৪১টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস দুপচাঁচিয়ায় এবার ৪১টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে প্রায় মন্ডপে প্রতিমার কাঠামো তৈরি ও মাটির কাজ শেষ পর্যায়ে। আগামী ১অক্টোবর হতে শারদীয় দুর্গাপূজা শুরু হবে।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন