বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৫৪ বসতঘর | Daily Chandni Bazar বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৫৪ বসতঘর | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ১৫:৫৮
বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৫৪ বসতঘর
অনলাইন ডেস্ক

বাঁশখালীতে আগুনে পুড়ে ছাই ৫৪ বসতঘর

চট্টগ্রামের বাঁশখালীতে আগুনে পুড়ে গেছে ৫৪টি বসতঘর। বুধবার (৭ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার চাম্বল ইউনিয়নের বাংলাবাজার জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, ভোরে খবর পেয়ে চাম্বল ইউনিয়নের জলদাশ পাড়ার ঘটনাস্থলে যাই। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ও পেকুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন