মান্দায় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | Daily Chandni Bazar মান্দায় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২২ ২৩:৩৫
মান্দায় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নওগাঁর মান্দায় ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, বাশিস মান্দা শাখার সভাপতি গোলাম সোরয়ার স্বপন, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, অধ্যক্ষ আব্দুল গফুর, প্রধান শিক্ষক আকরাম হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজাহার আলী, মান্দা প্রেসক্লাবের সভাপতি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে ফুটবল খেলায় অংশগ্রহণ করে রেবা আখতার আলিম মাদ্রাসা ও আইওরপাড়া উচ্চবিদ্যালয়। এ খেলায় ট্রাইব্রেকারে রেবা আখতার আলিম মাদ্রাসা জয়লাভ করে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন