দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা | Daily Chandni Bazar দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২২ ২২:১২
দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ

দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় গলায় ফাঁস দিয়ে সুরাইয়া আক্তার(২৪) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। নিহত সুরাইয়া উপজেলার চামরুল ইউনিয়নের চামরুল উত্তরপাড়ার আলআমিনের স্ত্রী। স্থানীয়রা জানান। ঘটনারদিন আনুমানিক সকাল ১০টার দিকে সুরাইয়া তার দেড় বছরের মেয়েকে বুকের দুধ খাইয়ে ও আদর করে সকলের অগোচরে শয়ন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন জানতে পেরে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। 
স্থানীয় ইউপি সদস্য আক্কাছ আলী গলায় ফাঁস দিয়ে সুরাইয়ার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সুরাইয়ার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মামলা দায়ের করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন