মান্দায় কৃষকের তিনটি গরু চুরি | Daily Chandni Bazar মান্দায় কৃষকের তিনটি গরু চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২২ ২২:৪৭
মান্দায় কৃষকের তিনটি গরু চুরি
মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

মান্দায় কৃষকের তিনটি গরু চুরি

নওগাঁর মান্দায় গোয়ালঘরের বেড়া কেটে এক কৃষকের তিনটি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। বুধবার গভীর রাতে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকরামানন্দ গ্রামে চুরির এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী কৃষকের নাম আফজাল হোসেন মোল্লা (৪৮)। তিনি চকরামানন্দ গ্রামের বাসিন্দা। 
কৃষক আফজাল হোসেন জানান, শোবার ঘরের পাশে টিনের ছাউনি ও চাটাইয়ের বেড়া দিয়ে তৈরি তাঁর গোয়ালঘর। বুধবার সন্ধ্যালগ্নে গোলালঘরে দুটি গাভী ও একটি বাছুর তুলে দরজা তালাবদ্ধ করে দেন। এরপর রাতে খাওয়া-দাওয়া শেষে তাঁরা ঘুমিয়ে পড়েন।
তিনি আরও বলেন, ভোর সকালে গরুগুলো বের করতে গিয়ে দেখেন গোয়ালঘর শুন্য। গোয়ালঘরের পেছনের চাটাইয়ের বেড়া কেটে গরু তিনটি চুরি করে নিয়ে যায় চোরেরা। 
কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, চুরি যাওয়া গরুগুলো উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন