গাবতলীতে মরহুম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া | Daily Chandni Bazar গাবতলীতে মরহুম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:১৩
গাবতলীতে মরহুম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে মরহুম তারেক পাইকারের 
১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া

বগুড়ার গাবতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি মরহুম তরিকুল ইসলাম তারেক পাইকারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বাদ মাগরিব গাবতলী পুরান বাজার এলাকায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে গাবতলী পৌর শ্রমিকলীগ। এ সময় উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বাবলু পাইকার, লুৎফর পাইকার, ছিদ্দিক, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য সাব্বির হাসান জাফরু পাইকার, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মানিক সরকার, মরহুম তারেক পাইকারের ছোটভাই তারাজুল ইসলাম ভুট্টো, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব সরকার, সহ-সভাপতি আবু হানযালা ছঈম সরকার, যুগ্ম সম্পাদক রাকিব হাসান, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, পৌর শ্রমিক লীগের সভাপতি মাঈনুল হাসান মানিক, সদস্য সচিব আসাদুজ্জামান নিরাশ পাইকার, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক আরিফুর ইসলাম চঞ্চল, পৌর ছাত্রলীগের সভাপতি তৌকির পাইকার, উপজেলা শ্রমিকলীগের সদস্য পান্না, সাদ্দাম, সাফি, পৌর শ্রমিকলীগ নেতা শফিকুল ইসলাম, স্থানীয়দের মধ্যে রঞ্জন পাইকার, তপু পাইকার, তাজুল পাইকার, কাজল পাইকারসহ আরো অনেকে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন