মান্দায় কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ | Daily Chandni Bazar মান্দায় কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৮
মান্দায় কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ
নিজস্ব প্রতিবেদক

মান্দায় কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড বিতরণ

নওগাঁর মান্দায় সুষম মাত্রায় ব্যবহারের লক্ষ্যে কৃষকদের মাঝে সার সুপারিশ কার্ড ও ফলদ চারা বিতরণ করা হয়েছে। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় নওগাঁর আয়োজনে আজ শনিবার উপজেলার শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরে কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান পিএএ। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার রাজশাহীর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর অতিরিক্ত উপপরিচালক শামীম ইকবাল, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, শাহ কৃষি তথ্য পাঠাগার ও জাদুঘরের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর আলম শাহ প্রমূখ।
শেষে এলাকার ৬০ জন কৃষকের মাঝে সার সুপারিশ কার্ড ও নারকেলের চারা বিতরণ করা হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন