ধুনটের বিশেষ ব্যক্তিবর্গের নামে নির্মাণ হলো তিনটি কমিউনিটি ক্লিনিক | Daily Chandni Bazar ধুনটের বিশেষ ব্যক্তিবর্গের নামে নির্মাণ হলো তিনটি কমিউনিটি ক্লিনিক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:২০
ধুনটের বিশেষ ব্যক্তিবর্গের নামে নির্মাণ হলো তিনটি কমিউনিটি ক্লিনিক
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটের বিশেষ ব্যক্তিবর্গের নামে নির্মাণ
হলো তিনটি কমিউনিটি ক্লিনিক

বগুড়ার ধুনট উপজেলার তিনজন বিশেষ ব্যক্তিবর্গের নামে নির্মিত হয়েছে তিনটি কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি বেইজড হেল্থ কেয়ারের বাস্তবায়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ওই ক্লিনিকগুলো নির্মাণ করেছে। 

কমিউনিটি ক্লিনিকগুলো হলো- চৌকিবাড়ী ইউনিয়নের নিয়ামতিয়া আফরোজা কমিউনিটি ক্লিনিক, ভান্ডারবাড়ী ইউনিয়নে অধ্যাপক ডা: মো: জাকির হোসেন কমিউনিটি ক্লিনিক ও মথুরাপুর ইউনিয়নে মোখলেছুর মরিয়ম কমিউনিটি ক্লিনিক।

রবিবার বিকালে প্রধান অতিথি হিসেবে এসব ক্লিনিকের উদ্বোধন করেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। 

চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথুপি নিয়ামতিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি হাবিবর রহমান বলেন, গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন। একারনে গ্রামের মানুষেরা বিনামূল্যে সহজেই স্বাস্থ্য সেবা পাচ্ছেন।

চৌকিবাড়ী ইউপি চেয়ারম্যান হাসানুল করিম পটুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সোবাহান, যুগ্ন সম্পাদক ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ইন্সপেক্টর তদন্ত রাজ্জাকুল ইসলাম, যুবলীগ নেতা রেজাউল করিম, শাহীন আলম, ইউপি সদস্য মিন্টু মিয়া, মজনু মিয়া প্রমূখ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন