নন্দীগ্রামে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৮
নন্দীগ্রামে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সহসভাপতি মহানন্দ রায়, ভারত চন্দ্র প্রাং, সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত প্রমুখ। সেসময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলো। উপজেলার ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নের মোট ৪৬টি দুর্গাপূজা মন্ডপে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি চলছে।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন