ভূমধ্যসাগরে নৌকা ডুবি: ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২ | Daily Chandni Bazar ভূমধ্যসাগরে নৌকা ডুবি: ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ১১:৫৮
ভূমধ্যসাগরে নৌকা ডুবি: ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২
অনলাইন ডেস্ক

ভূমধ্যসাগরে নৌকা ডুবি: ১১ শরণার্থীর মৃত্যু, নিখোঁজ ১২

ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবির পর ১১ শরণার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছে আরও ১২ জন।

বিবিসি জানিয়েছে, তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, শনিবার রাতে আরো পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

নৌকাটিতে মোট ৩৭ জন শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিল।

তিউনিসিয়ার স্ফ্যাক্স অঞ্চল থেকে শরণার্থী বোঝাই ওই নৌকাটি রওয়ানা হয়েছিল। সেটি সমুদ্রে ৪০ মাইল যাওয়ার পর মাহদিয়ার শেবা উপকূলের কাছে ডুবে যায়। এ বছর এখন পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইন্সটিটিউট অব মাইগ্রেশন এর পরিসংখ্যান অনুযায়ী, এবছর এক হাজার ৩৩ জন শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ৯৬০ জনের ডুবে মৃত্যু হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন