দুই লঙ্কানের হাতেই উঠলো ম্যাচসেরা আর টুর্নামেন্টসেরার পুরস্কার | Daily Chandni Bazar দুই লঙ্কানের হাতেই উঠলো ম্যাচসেরা আর টুর্নামেন্টসেরার পুরস্কার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৯
দুই লঙ্কানের হাতেই উঠলো ম্যাচসেরা আর টুর্নামেন্টসেরার পুরস্কার
অনলাইন ডেস্ক

দুই লঙ্কানের হাতেই উঠলো ম্যাচসেরা আর টুর্নামেন্টসেরার পুরস্কার

শ্রীলঙ্কার এক স্বপ্নময় টুর্নামেন্ট কাটলো। যে টুর্নামেন্টের আগে তাদের গোনায়ই ধরেনি কেউ, সেই টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়ে দেখালো লঙ্কানরা।

দুবাইয়ে রোববার রাতে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছে দাসুন শানাকার দল। এ নিয়ে ষষ্ঠবারের মতো এশিয়ার সেরা দল হলো শ্রীলঙ্কা।

দুর্দান্ত খেলা একটি আসরের ফাইনালসেরা আর টুর্নামেন্টসেরাও দুই লঙ্কান। ফাইনালে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভানুকা রাজাপাকসে, টুর্নামেন্ট হয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

রাজাপাকসে ফাইনাল ম্যাচে দলের বিপদের মুখে ৪৫ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন। ৫৮ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওই ইনিংসের কল্যাণেই। তাই ম্যাচসেরার অন্যতম দাবিদার তিনিই ছিলেন।

তবে হাসারাঙ্গার সঙ্গে টুর্নামেন্টসেরার লড়াইয়ে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান ফাইনাল জিতলে সম্ভবত তার হাতেই উঠতো এই পুরস্কার। এবারের আসরে সবচেয়ে বেশি রান করেছেন রিজওয়ান (৬ ম্যাচে ২৮১)।

হাসারাঙ্গা রান করেছেন মাত্র ৬৬। তবে অলরাউন্ডার হিসেবে তিনি মূল দায়িত্বটা পালন করেছেন বল হাতে। লঙ্কান এই লেগি ৬ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।

এর মধ্যে ফাইনালেই ৩টি। ফাইনালে আবার চাপের মুখে দাঁড়িয়ে ব্যাট হাতেও ২১ বলে ৩৬ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন। সবমিলিয়ে টুর্নামেন্টসেরার পুরস্কারটি উঠেছে তারই হাতে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন