পাওনা টাকা চাওয়ায় গাবতলীতে পিতা-পুত্রকে বেধরক মারপিট | Daily Chandni Bazar পাওনা টাকা চাওয়ায় গাবতলীতে পিতা-পুত্রকে বেধরক মারপিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ২৩:০৯
পাওনা টাকা চাওয়ায় গাবতলীতে পিতা-পুত্রকে বেধরক মারপিট
থানায় অভিযোগ
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

পাওনা টাকা চাওয়ায় 
গাবতলীতে পিতা-পুত্রকে বেধরক
মারপিট

বগুড়ার গাবতলীতে পাওনা টাকা চাওয়ায় পিতা-পুত্রকে বেধরক পিঠিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।  গুরুতর আহত ওই পিতা-পুত্রকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গত ১২সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় পৌরসভাধীন  চাকলা দক্ষিণপাড়া তিনমাথার মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 
জানা গেছে, উল্লেখিত চাকলা দক্ষিণপাড়া গ্রামের মৃত আ: কুদ্দুস মন্ডলের রেজাউল করিম গত ১২সেপ্টেম্বর সন্ধ্যারাতে চাকলা তিনমাথার মোড়ে বাড়ীর কাছাকাছি পৌছামাত্র পূর্ব শত্রæতার জের ও টাকা-পয়সার বিষয়কে কেন্দ্র করে লাঠি দিয়ে বেদমভাবে মারপিট করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাবতলী হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। ঘটনার রাতেই রেজাউল করিম বাদী হয়ে নাড়–য়ামালা ইউনিয়নের চাকলা দক্ষিণপাড়া গ্রামের সন্ত্রাসী শামীম (৩৬), মুক্তার প্রাং (৩৬), মারুফ প্রাং (২০) এবং সজিব প্রাং (২০) কে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল দায়ের করেন। এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য এসআই রয়েলকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তকারী কর্মকর্তা রয়েল বলেন, ঘটনার রাতেই অভিযান চালানো হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন