নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সাবেক এমপি তানসেন | Daily Chandni Bazar নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সাবেক এমপি তানসেন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২২ ২৩:১১
নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সাবেক এমপি তানসেন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন সাবেক এমপি তানসেন

নন্দীগ্রামে ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন সাবেক এমপি তানসেন, গত সোমবার নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের  ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা  সভাপতি সাবেক এমপি রেজাউল করিম  তানসেন। এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মোঃ আলহাজ্ব জাহিদুর রহিম, প্রধান শিক্ষক, মোঃ শহিদুল ইসলাম, অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির  সদস্য আব্দুল মোতালেব, বাবু, জাকির হোনের, নুরুল ইসলাম ফটিক, স্থানীয় সাংবাদিক  আক্তার হোসেন আরিফ, খোরশেদ হাজী,মানিক হোসেন, সুমন সহ গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন, এর পর এমপি লাইব্রেরি, বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবন সহ পুরো বিদ্যালয় চত্তর পরিদর্শন, সহকারী শিক্ষকদের সাথে  পরিচিতি এবং মত বিনিময় করেন। এমপি অত্র বিদ্যালয়ের সুন্দর্যতা দেখে মুগ্ধ হন, পরে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মা দের দৃষ্টি আকর্ষন করে এমপি বলেন, ছেলে মেয়েদের অল্প বয়সে বিবাহ দেয়া যাবেনা, সন্তানদের নিয়োমিত বিদ্যালয়ে পাঠাতে হবে যাতে করে সন্তান’রা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, এবং আপনাদের সন্তানদের দিকে কঠোর ভাবে নজরদারি করবেন যাতে তারা কখনোই মাদক আসক্ত হয়ে না পড়ে। ছেলে মেয়েদের যে কোনো সমস্যা দেখা দিলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট বলার জন্য নির্দেশ দেন এবং সকল ধরনের পরামর্শ প্রদান করেন।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন