নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে আটক ১০ | Daily Chandni Bazar নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে আটক ১০ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০৯
নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে আটক ১০
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ

নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে আটক ১০

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের অভিযানে ১০ জন আটক করা  হয়েছে। মঙ্গলবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) চান মিয়া একদল পুলিশ নিয়ে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কল্যাণনগর গ্রামে অভিযান চালায়। এসময় জুয়া খেলার অপরাধে ওই গ্রামের শ্রী সুদেব চন্দ্রের ছেলে শ্রী মিঠুন চন্দ্র (৩৫), শ্রী লব চন্দ্রের ছেলে শ্রী লিটন কুমার (২১), শ্রী নিখিল চন্দ্রের ছেলে শ্রী বাসুদেব কুমার (২৫), শ্রী সুনিল চন্দ্রের ছেলে শ্রী সহদেব চন্দ্র (২২), শ্রী উপিন চন্দ্রের ছেলে শ্রী উজ্জল চন্দ্র (২৬), শ্রী অখিল চন্দ্রের  ছেলে শ্রী অন্তর চন্দ্র (২২) ও শ্রীচরন চন্দ্রের ছেলে শ্রী মানিক চন্দ্রকে (২৩) গ্রেপ্তার করে। এছাড়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে কুন্দারহাট বাসষ্ট্যান্ড হতে (০৭) গ্রাম হেরোইনসহ ভাটগ্রামের মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৫০) ও আব্দুল জলিলের ছেলে মোঃ আবু রায়হানকে (৩৯) গ্রেপ্তার করে।  অপরদিকে ওসি (তদন্ত) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্সসহ গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত আসামি কৈডালা গ্রামের অমেশের ছেলে মোঃ বাচ্চু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন,  গ্রেপ্তারকৃত ১০ জন ও রিমান্ডে ২ আসামিকে গত বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন