ধুনটে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar ধুনটে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:১৩
ধুনটে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটে গর্তে জমে থাকা বৃষ্টির
পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ার ধুনটের বাড়ির উঠানের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ইমন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোপালনগর ইউনিয়নের দেউরিয়া গ্রামের এই ঘটনা ঘটে। নিহত শিশু ইমন ওই গ্রামের কৃষক পামছা শেখের ছেলে।

প্রতিবেশিরা জানায়, গত কয়েক দিনের বৃষ্টিতে পামছা শেখের বাড়ির উঠানের পানি জমে থাকে। বুধবার দুপুরে শিশু ইমন বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে শিশুটি ওই গর্তে পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার থানার এএসআই আবু তাহের জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের হয়েছে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন