গাবতলীতে ট্রেনে কেটে এক বোবার মৃত্যু | Daily Chandni Bazar গাবতলীতে ট্রেনে কেটে এক বোবার মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৩
গাবতলীতে ট্রেনে কেটে এক বোবার মৃত্যু
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে ট্রেনে 
কেটে এক বোবার
 মৃত্যু

বগুড়ার গাবতলীতে পারভেজ হোসেন (১৫) নামের এক বোবা পাগল ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় গাবতলীর উপজেলাধীন সুখানপুকুর ইউনিয়নের সরাতলী নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। পারভেজ সোনাতলা উপজেলাধীন গোসাইবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, ওই সময় বোবা পাগল পারভেজ হোসেন সুখানপুকুরের সরাতলী নামকস্থানে রেললাইন দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় সোনাতলা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি ট্রেন পেছন থেকে ধাক্কা দিয়ে অনেকদুর পর্যন্ত তাকে টেনে হেঁচরে নিয়ে যায়। এতে পারভেজের শরীর থেকে মাথা, এক হাত ও এক পা বিছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই পারভেজের মৃত্যু ঘটে। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন