কাউনিয়ার হারাগাছে পাচার হওয়া ইউরিয়া সার আটক | Daily Chandni Bazar কাউনিয়ার হারাগাছে পাচার হওয়া ইউরিয়া সার আটক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২২ ২২:২৫
কাউনিয়ার হারাগাছে পাচার হওয়া ইউরিয়া সার আটক
সার ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ার হারাগাছে পাচার হওয়া ইউরিয়া সার আটক

কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের চর পল্লীমারী একতা বাজারের মাহফুজার রহমানের সারের দোকানের ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন।
ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসাই জানান, গত বৃহস্পতিবার বিকালে হারাগাছ পল্লীমারী একতা বাজারের মাহফুজার রহমান সার ঘরের ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। জানাগেছে সার ব্যবসায়ী মাহফুজার রহমানের দোকান থেকে ৩০ বস্তা ইউরিয়া সার গাইবান্ধার সুন্দরগঞ্জে পাচার কালে ধরা পরে। আটক কৃত সার সরকার নির্ধারিত মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপ-সহকারী কৃষি অফিসার মোস্তফা কামাল ও আলামিন মিয়া প্রমূখ। 

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন