গাবতলীতে ট্রেনের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু | Daily Chandni Bazar গাবতলীতে ট্রেনের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০১:৫৬
গাবতলীতে ট্রেনের ধাক্কায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু
গাবতলী (বগুড়া) প্রতিনিধি :

গাবতলীতে ট্রেনের
 ধাক্কায় তৃতীয় শ্রেণির
 এক ছাত্রীর মৃত্যু

বগুড়ার গাবতলীতে মায়ের সাথে রেললাইন পারাপারের সময় প্রার্থনা (১২) নামের এক শিশুকন্যা  ট্রেনের ধাক্কায় মারা গেছে। গতকাল শনিবার বিকেলে গাবতলী রেলষ্টেশনে এ ঘটনা ঘটে। নিহত প্রার্থনা গাবতলী পৌরসভাধীন কলেজপাড়ায় ভাড়া বাড়ীতে বসবাসকারী পত্রিকা বিক্রেতা (দোঁআশ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরীয়ান) পবিত্র প্রাং এর মেয়ে।  সে গাবতলী মডেল প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। 
জানা গেছে, ওই সময় প্রার্থনা তার মা মরিয়ম রুমার সাথে গাবতলী রেলষ্টেশন এলাকায় বেড়াতে যায়। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা দ্রতগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন এলে মা মরিয়ম রুমা তার কোলে থাকা একটি শিশুপুত্র নিয়ে রেল পার হয়। কিন্তু প্রার্থনা রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কা খায়। গুরুতর আহত প্রার্থনাকে প্রথমে গাবতলী হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পবিত্র প্রাং এর গ্রামের বাড়ী কুষ্টিয়া জেলার মেহেরপুর জেলার গাংনি এলাকায়। এদিকে দোঁআশ পাবলিক লাইব্রেরীর লাইব্রেরীয়ান পবিত্র প্রাং এর মেয়ে প্রার্থনার মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক কবি কামরুন নাহার কুহেলী এবং দোঁআশ পাবলিক লাইব্রেরীর পক্ষে উপদেষ্টা আ: বারী মোল্লা।  

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন