বগুড়ায় অঞ্জনার একক মৌলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় অঞ্জনার একক মৌলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২ ০২:৪৪
বগুড়ায় অঞ্জনার একক মৌলিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অঞ্জনার একক মৌলিক 
গানের অনুষ্ঠান অনুষ্ঠিত

গুড়া ধিন তানা সাংস্কৃতিক গোষ্ঠীর ষষ্ঠ প্রতিষ্ঠা বর্ষিকী উপলক্ষে অঞ্জনার একক মৌলিক গানের অনুষ্ঠান আমার মনচোরা কানাই অনুষ্ঠিত হলো। শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর। অনুষ্ঠানের উদ্বোধন করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান মিঠু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, রায়গঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু, বগুড়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ইকবাল, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাঃ মোঃ আজিজার রহমান রাজু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধিন তানা সাংস্কৃতিক একাডেমির সভাপতি সাজ্জাদ আলী। কবি ও সাংবাদিক এইচ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে অঞ্জনা ১২ টি মৌলিক গান গেয়ে দর্শকদের মন ভরিয়ে দেন। এর আগে বিকাল ৫টায় একই অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কেটে অতিথিদের খাওয়ানো হয়।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন