মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়: অর্থমন্ত্রী | Daily Chandni Bazar মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়: অর্থমন্ত্রী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫৪
মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক

মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়: অর্থমন্ত্রী

ভালো কাজে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষ মানুষের জন্য। মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটি এবং ইউনিয়ন সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি শুভাশিস ঘোষ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, সদর দক্ষিণ প্রেস ক্লাব সভাপতি হাজী মো. দেলোয়ার হোসেন মজুমদার, চৌয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সোহাগ, বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেলিম আহম্মেদ প্রমুখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন