ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:৪৬
ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ধুনট বগুড়া প্রতিনিধি

ধুনটের গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদে 
সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার ধুনটে অসাম্প্রদায়িক চেতনার ধর্মীয় ও সামাজিক বন্ধন প্রতিষ্ঠার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুদুল হক বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

সমাবেশে আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, গোসাইবাড়ী এ,এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান বাবলু, গোসাইবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, চিথুলিয়া দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, সাবেক অধ্যক্ষ আব্দুল বারী, শিক্ষক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রাঙ্গা, ইউপি সদস্য শাহ আলম, সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রাশেদুজ্জামান সবুজ প্রমূখ।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন