
জয়পুরহাটের ক্ষেতলালে বিদ্যুতায়িত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহত দুইজন হচ্ছে, উপজেলার বড়াইল ইউনিয়নের গোলাহার গ্রামের মৃত খালেক তালুকদারের ছেলে আফজাল হোসেন তালুকদার (৬৫) ও আলমপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আবুল মোতালেব হোসেন (৪০)।
জানা গেছে, সোমবার ২ টায় পরিবারের লোকজনের অনুপস্থিতে আফজাল হোসেন নিজ বাড়ীতে বৈদ্যুতিক সকেটের বিচ্ছিন্ন তারের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে উপজেলার আলমপুর ইউনিয়নের সুজাপুর গ্রামের মোতালেব হোসেন নিজ বাড়ির শয়ন কক্ষের সেলিং ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হয়। পরে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯ টায় তার মৃত্যু হয়।
দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন