ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট | Daily Chandni Bazar ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২২ ১২:০৯
ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
অনলাইন ডেস্ক

ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর মহানগরীর টঙ্গীর মিলগেট এলাকায় ন্যাশনাল টিউব রোডের ডেসটিনির পরিত্যক্ত গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ইকবাল বলেন, সকালে টঙ্গী পূর্ব থানার টিউব রোডে ডেসটিনির পরিত্যক্ত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। আগুন আরও বাড়তে থাকলে ফায়ার সার্ভিসে খবর দেয়। পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

 দৈনিক চাঁদনী বাজার / সাজ্জাদ হোসাইন